×

জাতীয়

এক মরদেহ ও ২২জন জীবিত উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২ পিএম

নিহত ১, গুরুতর আহত ৪ ২২ জনকে জীবিত উদ্ধার

গুলশান-২ এলাকার একটি ১২তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে। একই সময় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও একজন শিশু। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। সর্বশেষ খবর আসা পর্যন্ত গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন।

পুলিশ জানিয়েছে, ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছেন অনেকে। প্রাণ বাঁচাতে এরই মধ্যে ভবনের কয়েকজন ভবনটির ১১তলা থেকে লাফ দিয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

ভবনটির আগুন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে। অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজনের মরদেহ রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App