ভিকি জাহিদ পরিচালিত ‘চিরকাল আজ’ নাটকের জন্য কালচারাল জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (সিজেএফবি) সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীজনপ্রিয়তার নিরিখে এই পুরস্কার অর্জন করেন তিনিটিভি নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনচিত্র- সবখানেই ভাস্বর মেহজাবীন‘বড় ছেলে’, ‘হাতটা দাও না বাড়িয়ে’, ‘আন্তঃনগর প্রেম’, ‘মধ্য দুপুর’, ‘শিহরণের গান’, ‘অবিবাহিত’, ‘মিস ম্যাচ’, ‘মজনুর গোলপো’, ‘সাহেব মেমসাহেব’, ‘ভালোবাসা আজো’, ‘জান্নাত’, ‘লাভ বাবু’ সহ একাধিক নাটকে তার অভিনয় আজীবন মনে রাখার মতোএ মুহূর্তে বিনোদন পাড়ার ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন‘চিরকাল আজ’ নাটকে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেন আফরান নিশো। ২০২১ সালের ২৩ জুলাই আরটিভি ড্রামা নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটিএকই বছর ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটি আরটিভিতে দেখানো হয়নাটকটি অসম্ভব দর্শকপ্রিয়তা লাভ করেছে। আর সেজন্যই ‘চিরকাল আজ’ নাটকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেহজাবীন চৌধুরী
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।