অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের ব্যাংক খাতে ঋণ খেলাপি কমেছে ১৪ হাজার ৭১২ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক শ্রেণিকৃত ঋণ সংক্রান্ত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সূত্রে জানানো হয়, ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণ ছিল ১ লাখ ২৭ হাজার ৫১৬ কোটি টাকা। ডিসেম্বরে যা নেমেছে ১ লাখ ১২ হাজার ৮০৩ কোটি টাকায়। ডিসেম্বর ২০২২ হিসাবের ভিত্তিতে শ্রেণিকৃত ঋণের ৭ দশমিক ছয় তিন শতাংশ ছিল খেলাপি তালিকায়।
আরো জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর মেয়াদে ব্যাংক খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৪১ হাজার ৫৮৮ কোটি টাকা। তবে শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমেছে ১৩ হাজার ৭৩৯ কোটি টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।