×

সারাদেশ

শুধু শিক্ষিত হলেই হবে না, ভালো মানুষ হতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৩ পিএম

শুধু শিক্ষিত হলেই হবে না, ভালো মানুষ হতে হবে

ছবি: ভোরের কাগজ

ভাষার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী বলেছেন, তোমরা শুধু শিক্ষিত হলেই হবে না, ভালো মানুষ হতে হবে। সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সামাজিক পারিবারিক ও নিজ নিজ ধর্মিও শিক্ষা ভালো করে গ্রহণ করতে হবে। তিনি স্কুলের বর্তমান শিক্ষকদের প্রশংসা করে বলেন, স্কুলের সকল ছাত্রছাত্রীরা মেধাবী। যারা মেধাবী নন তারা স্কুলের ভালো শিক্ষকের দিক নির্দেশনায় ভালো রেজাল্ট করতে হবে। স্কুলের সুনামের পাশাপাশি দেশে সুখ্যাতি অর্জনে শিক্ষায় একমাত্র সম্ভল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে বিদ্যালয়ের ২২সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে সহকারি প্রধান শিক্ষক ফজলুল করিম বকুলের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. শাব্বির আহমদ, বিদ্যালয়ের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, আবুল লেইস কাহার, নজরুল ইসলাম ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আহনাফ রহমান নাবিল, নাবিলা তাবাছুম। প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান আশিষ নতুন শিক্ষার্থীদের উদ্দেশে করে বলেন, স্যোসাল মিডিয়ায় সময় কম দিয়ে লেখা পড়ায় মনোযোগ বাড়াতে হবে। স্যোসাল মিডিয়ায় যারা বেশি সময় ব্যয় করে তারা ভালো মানের শিক্ষা অর্জন করতে পারেন না। এ সময় তিনি অনুপ্রেরণার পাশাপাশি শিক্ষার্থীদের গল্প শুনান। এতে অতিথি হিসেবে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. আব্দুল্লাহ আল আমিন মাছুম, মদব্বির আহমদ, ওবায়দুর রউফ বাবলু, শামিম আলম শাহীন, আব্দুস সুবাহান, কাসেম আলী। অনুষ্ঠানে ক্লাসের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরে ২২ বর্ষের সেরা শিক্ষক দেবাশিষ কুমার সরকার ও বিদ্যুৎ কুমার সামন্তসহ ৮৪ জন কৃর্তি ছাত্রছাত্রীদের ক্রেস্ট ও বই প্রদান করে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে কোরআন থেকে তিলায়ান করেন নোয়াজ আহমদ, গীতা পাঠ করেন প্রিয়া রাণী বৈদ্য। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা প্রয়োজনে ১লক্ষ টাকা অনুদান প্রধান শিক্ষকসহ গভনিং বডির সদস্যদের হাতে চেক তুলে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App