×

আন্তর্জাতিক

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬ পিএম

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

জাপানা সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরে মুষড়ে পড়েছে টোকিও। ছবি: এপি

জাপান সাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এমন সন্দেহই সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

তিনি বলেন, এ ক্ষেপণাস্ত্র হোক্কাইডো দ্বীপের পশ্চিমে জাপানের নিজস্ব অর্থনৈতিক জলসীমায় গিয়ে বিধ্বস্ত হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।

এটা ছিল সাত সপ্তাহের মধ্যে পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষণ কর্মসূচি। সাম্প্রতিক সময়ে বিশ্ব গণমাধ্যমে দক্ষিণ কোরিয়া ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়ার প্রস্তুতির খবর উঠে এসেছে। এর বিরুদ্ধে পিয়ংইয়ং সরকার শুক্রবার একটি ‘অভূতপূর্ব শক্তিশালী’ জবাব দেয়ার হুমকি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও নিষেধাজ্ঞা অমান্য করেই পরমাণু অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App