×

সারাদেশ

ইঞ্জিন বিকলের পর গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম

ইঞ্জিন বিকলের পর গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রমে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আধাঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর ও ধীরাশ্রম রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তুরাগ ট্রেনের ইঞ্জিন দিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি টেনে জয়দেবপুর স্টেশনের এক নম্বর লাইনে নিয়ে আসলে ৯টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল হাসান জানান, আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে প্রবেশের আগেই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই পথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে জয়দেবপুর স্টেশনে থাকা তুরাগ এক্সপ্রেসের ইঞ্জিনের মাধ্যমে বিকল ইঞ্জিনসহ যমুনা ট্রেনটি জয়দেবপুর স্টেশনে নিয়ে আসা হয়। এরপর ৯টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App