সিংগাইরে ঘর ও হ‍্যালোবাইক দিলেন শিল্পপতি টুলু

আগের সংবাদ

সকাল ৯টায় অফিসে ঢুকে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

পরের সংবাদ

বোরহানউদ্দিনে স্বপ্নকুঁড়ির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ৩:০৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ , ৩:০৮ অপরাহ্ণ

ভোলা বোরহানউদ্দিন উপজেলার স্বপ্নকুঁড়ি কিন্ডারগার্ডেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্বপ্নকুঁড়ি কিন্ডারগার্ডেনের সহ-সভাপতি আলহাজ লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা ভূমি সহকারী কমিশনার মুন্নী ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শাহিনা আজগরী, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রতিষ্ঠাতা সদস্য রিপন চন্দ্র দেসহ শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জুয়েলসহ বিভিন্ন শিল্পীরা।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়