ভিকি জাহিদ পরিচালিত ‘চিরকাল আজ’ নাটকের জন্য কালচারাল জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (সিজেএফবি) সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জনপ্রিয়তার নিরিখে এই পুরস্কার অর্জন করেছেন তিনি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী নিজেই এ খবর জানিয়েছেন। এই নাটকে মেহজাবীনের পাশাপাশি আরো অভিনয় করেন আফরান নিশো, সাবেরী আলম, ওমর ফারুক নয়ন, কায়েস চৌধুরী, সৈয়দ নাজমুস সাকিব, রুমেল আহমেদসহ অন্যরা। নাটকটি ২০২১ সালে আরটিভিতে দেখানো হয়। নাটকটির আইএমডিবি রেটিং: ৮.৭/১০। বিডি শোজ: ৫/৫।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।