×

জাতীয়

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ২ ডলার কমাল জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৭ পিএম

রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। আগামী মাস থেকে জনপ্রতি বরাদ্দ ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার নির্ধারণ করেছে সংস্থাটি।

তহবিল ঘাটতির কারণে জাতিসংঘ খাদ্য সহায়তা কমানোর যে পরিকল্পনা করেছে, সেটা বিশ্বের বৃহৎ শরণার্থীদের শিবিরে খাদ্য নিরাপত্তার সংকট ও পুষ্টিহীনতা আরো ঘনীভূত করবে বলে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন থেকে বাঁচতে প্রায় সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী আশ্রয় নেয় বাংলাদেশ। গণহত্যার উদ্দেশ্যে সেই দমন-পীড়ন চালানো হয়েছিল বলে ধারণা করেছে জাতিসংঘ। তার আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিল কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও টেকনাফের ক্যাম্পগুলোতে বসবাস করছেন ১২ লক্ষাধিক রোহিঙ্গা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App