×

সারাদেশ

থানচিতে ৩০ একর পপি খেত পুড়িয়ে দিল বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪২ পিএম

থানচিতে ৩০ একর পপি খেত পুড়িয়ে দিল বিজিবি

ছবি: ভোরের কাগজ

থানচিতে ৩০ একর পপি খেত পুড়িয়ে দিল বিজিবি

ছবি: ভোরের কাগজ

থানচিতে ৩০ একর পপি খেত পুড়িয়ে দিল বিজিবি

ছবি: ভোরের কাগজ

থানচিতে ৩০ একর পপি খেত পুড়িয়ে দিল বিজিবি

ছবি: ভোরের কাগজ

থানচিতে ৩০ একর পপি খেত পুড়িয়ে দিল বিজিবি

ছবি: ভোরের কাগজ

বান্দরবানে থানচি উপজেলার গহীন অরণ্যে ৩০ একর পাহাড়ি পপি খেত পুড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা তিন্দু ইউনিয়নের এলাকায় কাইকা খুমিপাড়ায় এই পপি খেত ধ্বংস করা হয়। কাইকা খুমিপাড়া তিন্দুমুখ বিজিবি ক্যাম্প থেকে সাড়ে ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

[caption id="attachment_407822" align="alignnone" width="1387"] ছবি: ভোরের কাগজ[/caption]

জানা গেছে, ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি ও টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইনয়ামুল হকে নেতৃত্বে অভিযানে তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাইকা খুমিপাড়া এলাকা খন্দ খন্দভাবে অনুমানিক ৩০ একর জুড়ে পাহাড়ি জমিতে পপি চাষের সন্ধান মেলে। তবে বিজিবি টহল দলের আগমণে বিষয়টি টের পপি চাষীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করার সম্ভব হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতের বিপুল পরিমান পপি খেত পুড়িয়ে ধ্বংস করতে সক্ষম হয়। এর আনুমানিক মূল্য এগারো কোটি পঁচিশ লক্ষ টাকা বলে দাবি করেছে বিজিবি।

[caption id="attachment_407824" align="alignnone" width="1406"] ছবি: ভোরের কাগজ[/caption]

অভিযান শেষে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল- আলম পিএসসি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালিসহ সকল সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরিভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

[caption id="attachment_407826" align="alignnone" width="1436"] ছবি: ভোরের কাগজ[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App