×

সারাদেশ

কাপ্তাইয়ে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

কাপ্তাইয়ে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন

ছবি: ভোরের কাগজ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের নতুন রাস্তা ও বৌদ্ধ বিহারের নতুন ছাত্রাবাস উদ্বোধন এবং বিহারের উৎসর্গ অনুষ্ঠান শুক্রবার (১৭ ফ্রেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, জেলা জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব প্রমুখ।

উদ্বোধনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষে পূর্ব কোদালা বৌদ্ধ বিহারের আয়োজনে এক ধর্মীয় আলোচনা সভা বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার লংকদু পূর্ণবাসন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ ঞানাওয়াইংসা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, নারানগিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাগাওয়ান্সা মহাথের।

বিহার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান পূর্ণ্যার্থীর বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে এবং পাহাড়ে এই উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App