×

আন্তর্জাতিক

করোনার বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ চীনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম

করোনার বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ চীনের

ছবি: রয়টার্স

করোনার বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করেছে চীন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কমিউনিস্ট পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শাখা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি (পিএসসি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। প্রাণঘাতী এই রোগের ছড়িয়ে পড়া রোধ করতে ২০২২ সালের নভেম্বর থেকে ধারাবাহিকভাবে যেসব ব্যবস্থা নিয়েছি, সেসবের কার্যকারিতার কারণেই এ বিজয় অর্জন সম্ভব হয়েছে।’

চীনেই প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছিল চীনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App