×

আন্তর্জাতিক

অনিয়মে বিবিসি জড়িত, আয়কর দপ্তরের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

অনিয়মে বিবিসি জড়িত, আয়কর দপ্তরের দাবি

ছবি: সংগৃহীত

বিবিসির দিল্লি ও মুম্বাই শাখার বিরুদ্ধে কর অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতের কেন্দ্রীয় আয়কর দপ্তর।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করে দপ্তর। এর আগে সংবাদমাধ্যমটির এই দুই শাখা কার্যালয়ে তিনদিন তল্লাশি চালানো হয়। আয়কর দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়, বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে ‘নিরীক্ষা’ পরিচালনাকালে ওই দুই শাখার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন নথি জব্দ করা হয়েছিল। সেসব নথি পর্যালোচনার মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে আরো বলা হয়, আমাদের পর্যালোচনা বলছে, আয়কর ও তথ্য স্থানান্তর- উভয়ক্ষেত্রেই বড় ধরনের অনিয়ম ঘটেছে। বিবিসির ভারত শাখা কখনও নিজেদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেনি। তবে তাদের নথিপত্র ঘেঁটে আমরা এসব অনিয়মের বেশ কিছু প্রমাণ পেয়েছি।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি ২০০২ সালের বহুল আলোচিত গুজরাট দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। তারই এক সপ্তাহ পর, ২৪ জানুয়ারি সেই তথ্যচিত্রের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App