লটারিতে কোটি টাকা জিতে কপাল অটোচালক ও তার স্ত্রীর ভাগ্যের চাকা তো ঘুরেছে। কিন্তু এত টাকা দিয়ে কী করবেন তা ভেবেই কূল পাচ্ছেন না ভারতের পশ্চিমবঙ্গের এই দম্পতি।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সালুয়ার গোলাপী এলাকায় বসবাস করেন অটোচালক সুমন কাচারি ও তার স্ত্রী মায়া। টানাটানির সংসার দুজনের। ভাগ্য ফেরাতে তাই মাঝেমধ্যেই লটারির টিকিট কিনতেন তারা। মাঝেমধ্যে ছোটখাটো পুরস্কার জিতলেও এবার মায়া জিতেছেন এক কোটি টাকা; কিন্তু এত টাকা নিয়ে কী করবেন, সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। খবর আনন্দবাজার পত্রিকার।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) লটারির টিকিটে প্রথম পুরস্কার জিতেন মায়া। এরপর স্বামীকে নিয়ে থানায় যান তিনি।
মায়া বলেন, গত ৩-৪ বছর ধরে এলাকার একটি নির্দিষ্ট দোকান থেকে লটারির টিকিট কিনছি। একবার দুই লাখ টাকা ও আরেকবার ২৫ হাজার টাকা পেয়েছিলাম।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার লটারি দোকানদার যখন ফোন করে জানান, ‘আমি কোটি টাকা জিতেছি, তখন বিশ্বাসই করতে পারছিলাম না। ভেবেছিলাম মজা করছেন তিনি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।