সতীনের ছেলে কখনো আপন হয় না। গ্রাম্য, লৌকিক এই প্রবাদখানি যে নির্জলা অসত্য, তাই প্রমাণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানের আয়োজনে উপস্থাপকের আহ্বানে কথাগুলো লেখেন তিনি।
ছেলে জয়ের উদ্দেশে ঢালিউডের এই চিত্রনায়িকা বলেছেন, তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানের আয়োজনে উপস্থাপকের আহ্বানে কথাগুলো লিখেছেন এই নায়িকা।
আরো পড়ুন: ‘বেফাঁস মন্তব্য করলে আইনি ব্যবস্থা নেবো’, ফেসবুকে বুবলি
অপু বিশ্বাস আরো বলেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটাই প্রকাশ করেছি আমি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।