ভবদহে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন টিআরএম

আগের সংবাদ

বিবিসির কার্যালয়ে ৬০ ঘণ্টা তল্লাশি

পরের সংবাদ

রাষ্ট্রপতি

জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ , ৯:০৪ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ , ৯:০৪ পূর্বাহ্ণ

জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি জানান, ব্যক্তি স্বার্থে নয়, হাওর এলাকার সার্বিক উন্নয়নে তিনি সারাজীবন কাজ করেছেন।

তিনি বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাসহ জনপ্রতিনিধিদের চেষ্টা করতে হবে।

মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক বক্তব্য রাখেন।

এর আগে রাষ্ট্রপ্রধান মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। তিনি শুক্রবার মিঠামইন ক্যান্টনমেন্ট ও আরও কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। শুক্রবার সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা রয়েছে।

বুধবারও মিঠামইনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। সেখানেও তিনি জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তিনদিনের সফরে বুধবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়