×

খেলা

বিপিএল ফাইনাল: মাঠে নেমেই সেঞ্চুরি মাশরাফির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।

এরই মধ্যে সিলেটের অধিনায়ক হিসেবে মাঠে নেমেই নতুন কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন তিনি। ২০১২ থেকে এ পর্যন্ত কুমিল্লা, রংপুর, ঢাকা ও সিলেটের হয়ে অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন তিনি। তবে সব মিলিয়ে বিপিএলে মাশরাফির খেলা ম্যাচের সংখ্যা ১০৫। সর্বোচ্চ ১১১ ম্যাচ খেলে শীর্ষে আছেন মুশফিকুর রহিম।

অধিনায়ক হিসেবে বিপিএলে ম্যাচ খেলার দিক দিয়েছে মাশরাফির একেবারেই কাছাকাছি অবস্থানে আছেন শুধু সাকিব আল হাসান (৮৬ ম্যাচ)। সাকিবের পরে তৃতীয় স্থানে আছেন ৮৫ ম্যাচ নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ।

অধিনায়ক হিসেবে আগের ৯৯ ম্যাচের মধ্যে মাশরাফির জয় ৬৪টি, পরাজয় ৩৫টি। জয়ের হার ৬৪.৬৪। মাশরাফি বিপিএলে তিন দলের হয়ে জিতেছেন চারটি শিরোপা। সম্ভবত ক্যারিয়ারে এটাই শেষ বিপিএল তার। ফাইনালে কুমিল্লার বিরুদ্ধে জিততে পারলে একমাত্র ক্রিকেটার হিসেবে চুমু আকবেন বিপিএলের পঞ্চম শিরোপায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App