×

খেলা

তামিম-মুশফিককে টেক্কা দিলেন শান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৮ পিএম

তামিম-মুশফিককে টেক্কা দিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

জাতীয় দলে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ বলে ৪৫ রান করে অপরাজিত আছেন শান্ত। আজ নবম আসরের ফাইনালে শান্ত ২৫ রান করার পর ছাড়িয়ে যান তামিমকে এবং ৪০ রান করে ছাড়িয়ে যান মুশফিককে। আর এর মধ্য দিয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বিপিএলে দেশি ব্যাটারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ ৪৯১ রানের রেকর্ড ছিলো মুশফিকুর রহিমের। এর পরেই ৪৭৬ রান করে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তামিম ইকবাল। এখন পর্যন্ত বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান করেছেন রাইলি রুশো। ষষ্ঠ আসরে ৫৫৮ রান করেছিলেন তিনি। এরপর সপ্তম আসরেও ৪৯১ করেছিলেন রুশো। এর আগে পঞ্চম আসরে ৪৮৫ রান নিয়ে সেরা ছিলেন ক্রিস গেইল। ২০১৬ সালে তামিম করেছিলেন সর্বোচ্চ ৪৭৬ রান। এবার শান্তর সামনে সুযোগ রয়েছে সবাইকে ছাড়য়ে যাওয়ার। ১০৭ রান করতে পারলেই এক আসরে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App