×

সারাদেশ

আত্রাইয়ে জেলেদের জালে উঠে এলো চুরি হওয়া ৬ ল্যাপটপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৭ পিএম

আত্রাইয়ে জেলেদের জালে উঠে এলো চুরি হওয়া ৬ ল্যাপটপ

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে চুরি হওয়া ১৩টি ল্যাপটপের মধ্যে ৬টি ল্যাপটপ গুড় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বাকি ল্যাপটপ ও একটি স্ক্যানারের কোন হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি।

জানা যায়, গত ২৫ জানুয়ারি দিবাগত রাতে কে বা কারা রাতের অন্ধকারে পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের তালা ভেঙে ১৩টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস ২৬ জানুয়ারি আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্তে এর কোন রহস্য উদঘাটন না হলেও গত বুধবার বিকেলে জেলেরা মাছ শিকারের জন্য বিদ্যালয়ের পূর্ব উত্তর দিকে গুড় নদীতে জাল ফেললে সে জালে ২টি ল্যাপটপ উঠে আসে। মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়লে আত্রাই থানা পুলিশ ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে আরো ৪টি ল্যাপটপ উদ্ধার করে।

প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস বলেন, আমি সন্ধ্যার কিছু আগে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ৬ ল্যাপটপ দেখতে পাই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, চুরি যাওয়া ল্যাপটপের মধ্য থেকে ৬টি ল্যাপটপ গুড় নদী থেকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যগুলোও উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App