গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) ছবি প্রকাশ করেছেন টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এই ছবিকে কেন্দ্র করে এখনো আলোচনা ও সমালোচনা চলছে।
ইলন মাস্ক তার পোষা কুকুর ফ্লোকিকে টুইটারের সিইওর আসনে বসিয়ে একটি টুইট করে তাকে টুইটারের নতুন সিইও হিসেবে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, ফ্লোকির স্টাইলের প্রশংসাও করেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।
আরেকটি টুইটে তিনি বলেন, সাবেক সিইওর চেয়ে তার কুকুরটি ঢের ভালো। এই টুইটের মাধ্যমে টুইটারের সাবেক সিইওর সঙ্গে তিনি নিজের কুকুরের তুলনা করেছেন বলে ধারণা করছে সবাই।
টুইটারের সাবেক প্রধান নির্বাহী (সিইও) ছিলেন পরাগ আগারওয়াল। চার হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেয়ার পরেই ইলন মাস্ক টুইটার থেকে পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন। শুধু তাই নয়, টুইটারের একাংশ কর্মচারীও ছাঁটাই করে দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।