মুরাদনগরে চোরাই গরু উদ্ধারের ২২ দিনে পরও হয়নি বিচার

আগের সংবাদ

পাথরঘাটায় বিট কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

পরের সংবাদ

চীনে ফের প্রতিবাদ-বিক্ষোভ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ৬:৪৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ৬:৪৬ অপরাহ্ণ

চীনে মেডিকেল সুবিধা কর্তনের প্রতিবাদে দ্বিতীয়বারের মতো তারা উহান শহরে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দালিয়ানের রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করেছেন অবসরে যাওয়া বিপুল সংখ্যক মানুষ। বুধবার এ সমাবেশে অনুষ্ঠিত হয়। খবর বিবিসির

সাত দিনের মধ্যে এটা দ্বিতীয় এমন প্রতিবাদ বিক্ষোভ। এর ফলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসনের ওপর বড় রকম চাপ পড়বে। সামনেই ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সম্মেলন। সেখান থেকেই নতুন লিডারশিপের যাত্রা করার কথা।

জানা গেছে, চীনে অবসরপ্রাপ্তরা সরকারের কাছ থেকে মেডিকেল খরচ পেয়ে থাকেন। কিন্তু উহান প্রাদেশিক কর্তৃপক্ষ সেই সুবিধা কর্তনের সিদ্ধান্ত নেয়। এ খবর প্রকাশ হওয়ার পর প্রথমে প্রতিবাদ বিক্ষোভ হয় ৮ ফেব্রুয়ারি উহানে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা যায়, এসব বিক্ষোভে যোগ দিয়েছেন প্রবীণ অবসরপ্রাপ্ত ব্যক্তিরা।

তারা বলছেন, যখন স্বাস্থ্যসেবার খরচ বৃদ্ধি পেয়েছে সেই সময়ে কর্তৃপক্ষ সরকারের দেয়া সুবিধা কর্তন করছে। যদিও স্বাস্থ্যবীমা বিষয়ক এসব বিষয় দেখাশোনা করে প্রাদেশিক প্রশাসন, কিন্তু এই প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অংশে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়