×

খেলা

৯৯ রানে নট আউট মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৬ পিএম

অধিনায়ক হিসেবে এবার প্রথমবারের মতো সিলেটকে ফাইনালে তুলেছেন মাশরাফি বিন মোর্তজা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলায় ফাইনাল খেলতে নামার আগে আরো একটি দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে ম্যাশ। সিলেট স্ট্রাইকার্সের হয়ে টস করতে নামলেই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শত ম্যাচ খেলার মাইফলক স্পর্শ করবেন তিনি।

এখন পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয় তার। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪.৬৪ শতাংশ। ২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই মাশরাফি অধিনায়ক হিসেবে খেলছেন। এখন পর্যন্ত বিপিএলের ফাইনালে উঠে কখনো হারেননি ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন। আগামীকাল তার সামনে আছে পঞ্চম শিরোপা জয়ের সুযোগ।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে জিতেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপা উঁচিয়ে ধরেন। খেলোয়াড় হিসেবেও চলমান আসরে শত ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।

ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত পর্যন্ত বিপিএলে ১০৪ ম্যাচে বল হাতে ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App