×

খেলা

কোয়ার্টার ফাইনালে ফিরল এসি মিলান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০০ পিএম

কোয়ার্টার ফাইনালে ফিরল এসি মিলান

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড ছিল এসি মিলানের। অথচ ইউরোপসেরার মঞ্চে সেই এই ক্লাবের প্রায় ১১ বছর ধরে যেন হদিসই মেলেনি। প্রায় এক যুগ পর আবারো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নিজেদের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেছে এসি মিলান।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজেদের মাঠ সান সিরোতে ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে জয় ঘরে তোলে ক্লাবটি। খবর বিবিসির।

ম্যাচের আগে স্পার্সদের ফেভারিট ধরা হলেও ম্যাচের শুরু থেকে নিজেদের মাঠে আধিপত্য দেখাতে পেরেছে রোজ্জোনেরিরা। মাত্র ৭ মিনিটেই ব্রাহিম দিয়াজ লিডও এনে দেন মিলানকে। ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজের শট আটকে দিয়েছিলেন স্পার্স গোলরক্ষক ফ্রেজার ফর্সটার। তবে ফিরতি বলে দিয়াজকে আর আটকাতে পারেননি স্পার্স গোলরক্ষক। গোল খাওয়ার পর যেন সম্বিৎ (চেতনা) ফিরে পায় টটেনহ্যাম। ধীরে ধীরে গুছিয়ে আনতে থাকে নিজেদের খেলা। আক্রমণও করেছে ইংলিশ ক্লাবটিই বেশি। মিলানের নয়টি আক্রমণের বিপরীতে স্পার্সরা মিলানের দুর্গে হানা দিয়েচেহ ১২ বার। তবে কাজের কাজটি আর করতে পারেনি কেউই।

শেষ পর্যন্ত ঘরের মাঠে ১-০ গোলের জয় নিয়েই হাসিমুখে মাঠ ছেড়েছে মিলান। তবে নিজেদের মাঠে আরো বেশি গোল আদায়ের সুবিধা নিতে না পারায় দ্বিতীয় লেগে স্পার্সদের মাঠে খুব একটা স্বস্তিতে থাকবে না সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। আগামী ৮ মার্চ টটেনহ্যামের মাঠে ফিরতি লেগে খেলতে নামবে এসি মিলান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App