টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, স্থানীয় লাউয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে সোনা মিয়া (২০), অষ্টচল্লিশা গ্রামের মৃত বাছেদের ছেলে আলমগীর হোসেন (৩০) ও ধনবাড়ি এলাকার শ্রী হরিপুর পান কাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম (২২)। তারা ৩ জনই পেশায় গ্যারেজের মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা উপজেলার বীর ঘাটাইলের একটি ওয়ার্কশপে কাজ করতেন। রাতে তারা মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ধারণা করা হচ্ছে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।