×

জাতীয়

সংবিধান সমুন্নত রেখে জাতিকে দিকদর্শন দেবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৪ এএম

সংবিধান সমুন্নত রেখে জাতিকে দিকদর্শন দেবেন

রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলেছেন, দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন। তিনি একজন সুশিক্ষিত, যোগ্য ও দক্ষ ব্যক্তি।

আমরা তাকে আমাদের দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব- মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমাদের যে সংবিধান, সেই সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি তার যথাযোগ্য ভূমিকা রাখবেন।

গতকাল সোমবার টেলিফোনে ভোরের কাগজকে দেয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এ সময় তার নিজ দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দনও জানান সাবেক এই মন্ত্রী।

রাশেদ খান মেনন বলেন, নতুন রাষ্ট্রপতি সংবিধান সমুন্নত রেখে জাতিকে দিকদর্শন দেবেন। রাষ্ট্রপতির অতীত ব্যাকগ্রাউন্ড খুবই ভাল। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই রাজনীতি করেছেন। রাজনীতির শুরুতে তার ভাল ভূমিকা ছিল। চাকরি জীবনেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। দায়িত্ব পালনে আমরা তার সফলতা কামনা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App