সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হতে কোনো বাধা নেই

আগের সংবাদ

বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

পরের সংবাদ

মোবাইল চুরি করায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ

ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে এনে চোরকে গালাগাল করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।

গত শুক্রবার (১০ ফেব্রেুয়ারি) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ২৫ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফয়েজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৯ দিন আগে তার ঘর থেকে দুটি মোবাইল চুরি হয়ে যায়, যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। এ জন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি।

মোবাইল দুটি হারিয়ে আমি কী করেছি, তা আমি বলতে পারব না। কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারতেছি না। খুব কষ্টে আছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও চেষ্টা করছি।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়