কমছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা

আগের সংবাদ

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

পরের সংবাদ

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল

লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ১০:১৫ পূর্বাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ১০:২৪ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে লণ্ডভণ্ড নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষ বলছে, ‘এটি একটি দুর্যোগময় রাত ছিল, উত্তরে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে গেছে, দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’ খবর আল-জাজিরার।

জানা যায়, ঘূণিঝড় ও ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে হাজারো মানুষ। কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে বন্যাদুর্গত এলাকাগুলোতে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি জানিয়েছেন, প্রচন্ড বাতাস ও ভারি বর্ষণের কারণে ‘অনেক খারাপ পরিস্থিতি’ তৈরি হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে দেশটির উত্তর দ্বীপের পূর্ব উপকূলের কাছে অকল্যান্ডের প্রায় ১০০ কিলোমিটার পূর্বে রয়েছে এবং উপকূলের প্রায় সমান্তরাল পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস মিলছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়