×

সারাদেশ

সোনাগাজীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম

সোনাগাজীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

ফেনীর সোনাগাজীর শাহাপুর হযরত আবু হুরায়রা (রা.) দাখিল মাদরাসা সুপার আবু ইউছুপ শাহাজানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মাদরাসা মাঠে এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্থানীয় ইউপি সদস্য মো. শেখ ফরিদ, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন আলমগীর, মো. কাশেম, অভিভাক মাহবুবুল হক, মো. সোহেল, শহীদুল ইসলাম, ছাত্র তৌহিদুল ইসলাম, নূরুল হুদা ছুট্টু, রেজাউল করিম, আবুল হাশেম, গিয়াস উদ্দিন ও ফকির আহম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদরাসাটি প্রতিষ্ঠার ২৪ বছর অতিবাহিত হলেও সুপার প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির জন্য কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়। শিক্ষার মানন্নোয়নে অভিভাবকদের সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা না করা। গোপনে পরিচালনা কমিটি গঠন, এলাকাবাসী ও অভিভাবকদের সাথে আলোচনা না করে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন এবং এলাকাবাসীর চাপে ফের বার্ষিক ওয়াজ মাহফিল স্থগিত করা, মাদরাসার দান-অনুদানের যথাযথ হিসাব প্রদান না করাসহ বেশ কিছু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী নয় সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।

এ ব্যাপারে মাদরাসার সুপার আবু ইউছুপ শাহাজান বলেন, স্থানীয় ইউপি সদস্যের ইন্ধনে একটি মহল আমার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। আমি পাঁচ হাজার টাকা বেতনে চাকরি করি। তাও মানুষের কাছ থেকে খুঁজে নিতে হয়। আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সত্য নয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি দাউদ খান বলেন, জরাঝীর্ণ মাদরাসার ঘর নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করি। এলাকাবাসী এলাকার বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে দান-অনুদান সংগ্রহ করে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App