×

খেলা

সিরিজে ফেরার সুযোগ নেই অস্ট্রেলিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬ পিএম

সিরিজে ফেরার সুযোগ নেই অস্ট্রেলিয়ার

মাইকেল ভন

অস্ট্রেলিয়ার ভারত সফরটা শুরু হলো হার দিয়ে। চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়া। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয় অজিরা। জবাবে রোহিত শর্মার ১২০ আর রবিন্দ্র জাদেজার ৭০ ও আকসার প্যাটেলের ৮৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রান করে ভারত।

২২৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপদে পড়ে অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন ও রচিন্দ্র জাদেজার স্পিন আর মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ৩২.৩ ওভারে ৯১ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। ইনিংস ও ১৩২ রানে জয় পায় ভারত।

অস্ট্রেলিয়ার এমন বাজে পারফরম্যান্স দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটারে লেখেন, এসব কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিধ্বস্ত হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। এমন ভালো দলের বিপক্ষে অধিকাংশ দলের একই রকম অবস্থা হয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিকে তাদের কন্ডিশনে মোকাবিলা করা কঠিন। অস্ট্রেলিয়ার সিরিজে ফেরার কোনো সুযোগই দেখছি না।

দিল্লিতে আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট আর ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App