×

আন্তর্জাতিক

রুশ পার্লামেন্টে তেলে ব্যাপক ছাড় বিল উত্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১ এএম

রাশিয়ার স্টেট ডুমায় তেল রপ্তানির জন্য ছাড় নির্ধারণ করে একটি বিল উত্থাপন করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে বিলটি উত্থাপন করা হয়। খবর রয়টার্সের।

ডুমার ওয়েবসাইটে প্রকাশিত খসড়া প্রস্তাবনায় দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টে ব্যাপক ছাড় দেয়া হয়েছে। এতে আগামী এপ্রিলে প্রতি ব্যারেল জ্বালানি পণ্যটি ৩৪ ডলারে পাওয়া যাবে। যার মূল্য আরো কমবে চলতি বছরের মে মাসে। সেই মাসে ব্যারেলপ্রতি ব্রেন্ট মিলবে ২৮ ডলারে। আর আসন্ন জুনে ২৫ ডলারে তা আমদানি করা যাবে।

রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই পরিপ্রেক্ষিতে একটি নির্ভরযোগ্য মূল্য নির্ধারণ করতে পারেনি রুশ সরকার। এখন সেটা নিয়েই কাজ করছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App