×

আন্তর্জাতিক

১৪৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১২ বছরের কিশোরী উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৪ পিএম

১৪৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১২ বছরের কিশোরী উদ্ধার

তুরস্কের ১৪৭ ঘণ্টা পর উদ্ধার হওয়া ১২ বছর বয়সের কুডি। ছবি: বিবিসি

ভয়াবহ ভূমিকম্পের ১৫০ ঘণ্টা পরেও তুরস্কে এখনো উদ্ধারকাজ চলছে। এরই মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় শহরের ধ্বংসস্তূপে ১৩৯ ঘণ্টা আটকে থাকার পর সাত মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে।

হাতায়ের আরেকটি জায়গা থেকে কুডি নামের এক ১২ বছর বয়সের কিশোরীকে ১৪৭ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারের পর উদ্ধারকারীরা কুডিকে বলেন, ‘তুমি একটা অলৌকিক বিষয়।’ খবর সিএনএনের।

আরো পড়ুন: তুরস্ক-সিরিয়ায় নিহত ছাড়াল ৩৩ হাজার

এরই মধ্যে, গত সোমবারের ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। ৭ দশমিক ৮ মাত্রার এই ভূ-কম্পনে এখন পর্যন্ত নিহত মানুষের মধ্যে বেশি বিপর্যস্ত তুরস্কে মারা গেছেন ২৪ হাজার ৬১৭ জন। অপরদিকে, সিরিয়ায় সাড়ে চার হাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App