×

সারাদেশ

শ্রীবরদীতে কৃত্রিম পদ্মা সেতু নির্মাণ করলেন ওসি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম

শ্রীবরদীতে কৃত্রিম পদ্মা সেতু নির্মাণ করলেন ওসি!

ছবি: ভোরের কাগজ

শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস কৃত্রিম পদ্মা সেতু নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে থানা চত্বরে এ পদ্মা সেতু নির্মাণ করেন তিনি। স্বপ্নের পদ্মা সেতুর আদলে কৃত্রিম পদ্মা সেতুটি দেখতে হুবহু পদ্মা সেতুর মতই। সেতুটির নিচ দিয়ে রেল পথ স্থাপন করা হয়েছে। স্থাপন করা হয়েছে টুল বক্স, ক্যাশ কাউন্টার ও অফিস রুম।

সনজিত সুত্রধর সেতুটি নির্মাণ করেন। সেতুটি দেখতে প্রতিদিন দর্শনার্থীরা ভির করছে থানা চত্বরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানাতে সেতুর দুপাশে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবি। ৮ পিলারের উপর স্থাপন করা হয়েছে সেতুটি। সেতুর উপর দিয়ে চলাচল করতে দেখা গেছে প্রাইভেটকার ও কোষ্টার।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, এ এলাকার দরিদ্র নিপীড়িত মানুষের পদ্মা সেতু দেখার ভাগ্য হয় তো হবে না তাই ব্যক্তি উদ্যোগে সেতুটি নির্মাণ করে প্রদর্শন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App