×

জাতীয়

শিশুদের উন্নয়নে সবাইকে উদ্যোগী হতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

শিশুদের উন্নয়নে সবাইকে উদ্যোগী হতে হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু

শেখ হাসিনার নেতৃত্বে দেশে মাতৃমৃত্যুর হার ও শিশু-মৃত্যুহার উল্লেখযোগ্য সংখ্যায় হ্রাস পেয়েছে। আমাদের এ ক্ষেত্রে আরো উন্নতি প্রয়োজন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে হলে বিবদমান সমস্যাগুলো অতিরঞ্জিত পরিবেশন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু ‘শিশুবান্ধব নগর শিশুর অধিকার: বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আয়োজিত সংসদীয় আরবান ককাস গঠন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার আরো বলেন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেদের উদ্যোগী হতে হবে ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। সমস্যাগুলো নির্দিষ্ট করার মাধ্যমে সমাধানের উপায় খুজে বের করতে হবে। সমস্যা চিহ্নিত করে সরকারের কাছে উপস্থাপন করা গেলে সরকার তখন অর্থায়ন করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App