×

সারাদেশ

মসজিদে খলিফা জনকল্যাণ সংগঠনের অনুদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম

মসজিদে খলিফা জনকল্যাণ সংগঠনের অনুদান

ছবি: ভোরের কাগজ

বরিশালের উজিরপুর উপজেলায় একটি নির্মানাধীন মসজিদে ‘খলিফা জনকল্যাণ সংগঠন’ আর্থিক অনুদান প্রদান করেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) উজিরপুর পৌরসভার উত্তর কমলাপুর ৬ নং ওয়ার্ডে নির্মানাধীন খলিফাবাড়ী জামে মসজিদে অনলাইন ভিত্তিক সংগঠন খলিফা জনকল্যান সংগঠনের পক্ষে উপস্থিত নেতৃবৃন্দ মসজিদ কমিটির সভাপতি মো. ফরিদ হোসেন রানা, সাধারণ সম্পাদক মো. বাবুল খলিফা, কোষাধ্যক্ষ মো. সুমন খলিফা ও সমন্বয়ক মো. মিলন শিকদারের হাতে নগদ এক লাখ টাকা প্রদান করেন।

জানা গেছে, উজিরপুর পৌরসভার উত্তর কমলাপুর ৬ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীন খলিফার স্ত্রী নিহার বেগম মসজিদের নামে ৫ শতাংশ জমি দান করেন। স্থানীয় খলিফা সমাজের নেতৃবৃন্দ ওই জমি বালি দিয়ে ভরাট করে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে ৩২ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের ২০২১ সালের শেষের দিকে মসজিদ নির্মাণ কাজ শুরু করে। পরবর্তীতে অর্থের অভাবে মসজিদের নির্মান কাজ বন্ধ হয়ে যায়।

এ খবর জানতে পেরে অনলাইন ভিত্তিক সংগঠন ‘খলিফা জনকল্যাণ সংগঠন’-এর সভাপতি হায়দার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. জালাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক মুরাদ খলিফাসহ প্রবাসে ও দেশে অবস্থানরত অন্যান্য সদস্যদের প্রচেষ্টায় শুক্রবার ওই অসমাপ্ত খলিফাবাড়ী জামে মসজিদে এই অর্থ প্রদান করেন।

অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আইয়ুব আলী ওসমানী (কোটালীপাড়া), মো. দেলোয়ার হোসেন (আমবৌলা), মো. আবদুস ছালাম (বানারীপাড়া), সাংবাদিক কেএম আজাদ রহমান (আগৈলঝাড়া), শাহ্ আলম (চাঁদশী), কেএম শাহজাহান (বরিশাল), আবদুস ছালাম (মেদাকুল), খলিফা মো. লাল মিয়া (গৈলা), আবুল ফকির (টরকী), মো. আল আমিন (কাউরিয়া), দেলোয়ার হোসেন হাওলাদার (স্বরুপকাঠী), আব্দুল হাকিম খলিফা, আব্দুল কাদের (গৈলা), মো. আরিফুর রহমান (আমবৌলা) প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন শাহে আলম খলিফা, অ্যাড. মোসা. জাকিরুন খানম, মনির খলিফা, শাহাজাহান খলিফা, সবুজ খলিফা, মেহেদী হাসান মিঠু, আশ্রাফ খলিফা, পলাশ খলিফা।

প্রসঙ্গত, অনলাইন ভিত্তিক সংগঠন ‘খলিফা জনকল্যাণ সংগঠন’ বিগত এক বছর ধরে বৃহত্তর বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ও প্রবাসে অবস্থানরত ৩৬৪ জন সদস্যের সমন্বয়ে অসহায়, দুঃস্থ ও গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সেবায় কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App