×

সারাদেশ

জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩১ পিএম

জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হবে

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রেলের উন্নয়ন হয়েছে। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ে মৃতপ্রায় অবস্থা থেকে আজকে উন্নত ও আধুনিক হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে তারাকান্দি-সরিষাবাড়ি-জামালপুর হয়ে ময়মনসিংহ পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মান করা হবে। এছাড়া এলাকার মানুষদের প্রাণের দাবি জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হবে বলেও তিনি জানান।

শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকাস্থ ভাটারা সমিতির ঐকান্তিক প্রচেষ্টা এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক সহযোগিতায় জাফরশাহী ভাটারা রেল স্টেশন ও প্ল্যাটফর্ম এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঢাকাস্থ ভাটারা সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App