×

জাতীয়

আ.লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৭ পিএম

আ.লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে

শনিবার গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির আগমুহূর্তে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ছবি: ভোরের কাগজ

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আর অনির্বাচিত সরকার ভোট না করে ক্ষমতায় থাকতে পারবেন না।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) গণতন্ত্র মঞ্চের পদযাত্রা কর্মসূচির আগমুহূর্তে মন্তব্য করেন তিনি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

মান্না বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) ভোট চোর, ওরা ডাকাত, ওরা মানুষ খুন করে, গোপনে ভোট চুরি করে কিন্তু স্বীকার করে না, ওদের হৃদয়ে নাই।’

র‍্যাব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন র‌্যাব কিছুটা বাড়াবাড়ি করেছে, কিন্তু এ বাহিনী হাজারের বেশি মানুষ খুন করেছে। সেটাকে তিনি কিছুটা বাড়াবাড়ি মনে করছেন। ওরা (পররাষ্ট্রমন্ত্রী) কি মানুষ! ওদের কি মানবিকতা আছে?’

অনেকে আমাকে প্রশ্ন করেন আপনাদের লড়াই শেষ হবে কবে এমন প্রশ্নের প্রত্যুত্তরে তিনি বলেন, ‘লড়াই আমাদের শেষ হবে এ সরকারের পতনের মধ্য দিয়ে। তাদেরকে (সরকার) পদত্যাগ করতে হবেই।’

যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ পাড়ায় মহল্লায় পাহারাদার রেখেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘তাদেরকে পাহারাদারই থাকতে হবে, যারা পাহারাদারে আছেন তাদেরকে প্রত্যেককেই জেলে ঢুকতে হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে কিন্তু আওয়ামী লীগ কোন ভালো কাজটি করেছে? চালের দাম বৃদ্ধি করে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি করে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে, মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত না করে, এটাকে কোন উন্নয়ন বলা যায় না।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App