সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ১১ মোটরসাইকেলে আগুন

আগের সংবাদ

বিজ্ঞানে নারীদের উৎকর্ষ লাভের সুযোগ দিতে হবে

পরের সংবাদ

১০ দফা দাবিতে জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির পদযাত্রা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১:৪১ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতিয়ীতাবাদি দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশে সারাদেশের ন্যায় তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় ইউনিয়নের দড়ি কান্দি স্টান্ড থেকে গৌরিপুর আঞ্চলিক হোমনা মহাসড়কে জিয়ারকান্দি গোমতী ব্রীজের সামনে এসে আজকের ১০ দফা দাবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাটি শেষ করেন।

আজকের বিক্ষোভ ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জামাল মেম্বার।

এ সময় বক্তারা বলেন, এই সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষে জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি আন্দোলন করে যাবে রাজপথে।

এছাড়াও তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সী মোয়াজ্জেম, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সালাম মেম্বার, মো. মকবুল সরকার, সদস্য মো. সেলিম মোল্লা, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মো. মনিরুল হক মনু,  সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক হোসেন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু সাঈদ সরকার, সদস্য সচিব দারোগ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান, এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, যুবদল নেতা সাইমুল আখন্দ, যুবদল নেতা আবুল খায়ের, দেলোয়ার মেম্বার, ছাত্রদল নেতা শফিউল্লাহ, মো. শামীম সরকার, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য মো. মামুনসহ জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আজকের মিছিলে যোগদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়