চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও জেলা প্রশাসন আয়োজিত ৩২টি ইভেন্টে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার পাঁচশতাধিক শিক্ষার্থী ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলীসহ দর্শকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।