বাবুগঞ্জ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আগের সংবাদ

আ.লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে

পরের সংবাদ

যুক্তরাজ্যে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের কমিটি গঠন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ২:২৪ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ২:২৪ অপরাহ্ণ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মাঘী পূর্ণিমা, ২০২৩ তিথিতে সভ্যতার পীঠস্থান ও জ্ঞানবিজ্ঞানে বিশ্বের শ্রেষ্ঠ দেশ যুক্তরাজ্যে প্রবাসী বৌদ্ধদের অন্যতম বৃহত্তম সংগঠন ‘বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সভাপতি পদে সজীব চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সুমন বড়ুয়া চৌধুরীকে মনোনীত করে ৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সমন্বয়কারী চন্দন বড়ুয়া পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা পেশ করেন।

কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন সমন্বয়কারী চন্দন বড়ুয়া, সহ-সভাপতি হিসেবে আছেন, দেব প্রসাদ চৌধুরী, সৌরভ বড়ুয়া, রয়েল বড়ুয়া, শিমূল বড়ুয়া, সুলেখা বড়ুয়া, সোমা বড়ুয়া চৌধুরী, মীরা বড়ুয়া। সহ সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিশ্বজিৎ বড়ুয়া, সুমন তালুকদার, শীলাময় বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন উজ্জ্বল কান্তি বড়ুয়া ও মানস বড়ুয়া।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়