খাগড়াছড়ির পানছড়ির ৫ ইউনিয়নে ১০ দফা আদায়ের লক্ষ্যে পানছড়িতে বিএনপি র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন ও সম্পাদক মো. ইউসুফ আলীর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৫ ইউনিয়নে পৃথক পৃথক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১ নং লোগাং ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও ১নং লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. কামাল পাশার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
২ নং চেঙ্গী ইউনিয়নে উপজেলা বিএনপির সহ সভাপতি নিশান চাকমা ও ২নং চেঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি নিপয় চাকমা, সাধারণ সম্পাদক বিজয় রাজ চাকমার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
৩নং পানছড়ি সদর ইউনিয়নে উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন ও ৩ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ আলী, সম্পাদক মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
৪নং লতিবান ইউনিয়নে উপজেলা বিএনপির সহ সভাপতি বাচ্চু মিয়া ও ৪নং লতিবান ইউনিয়ন বিএনপির সভাপতি চির জীবন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ভীম ত্রিপুরার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
৫নং উল্টাছড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম ও ৫নং উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন দুলালের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে সকালে জ্বালাও পোড়াও সন্ত্রাসের প্রতিবাদে শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।