বৃহৎ প্রকল্প বাস্তবায়নে জাতীয় নীতিমালার দাবি

আগের সংবাদ

ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে দেশসেরা রামেবি

পরের সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ৮ ঘণ্টা বিদ্যুৎহীন, ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ ঘোষণা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকায় কোনো কোনো এলাকা প্রতিদিন ৮ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎহীন থাকছে। এ পরিস্থিতিকে ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে তাঁর সপ্তম ‘স্টেট অব দ্য নেশন’ ভাষণে এ ঘোষণা দেন। এবার নিয়ে তৃতীয়বারের মতো ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।

এর আগে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন পাস হয়েছিল। ওই আইনে বলা রয়েছে, দেশে প্রচলিত আইনের আওতায় থেকে কোনো দুর্যোগ কিংবা বিপর্যয় মোকাবিলা করা সম্ভব না হলে প্রেসিডেন্ট রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করতে পারেন। এ আইনের আওতায় বিদ্যুৎ- সংকটের টেকসই মোকাবিলায় ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ ঘোষণা দেন রামাফোসা।

এ ঘোষণার আওতায় রামাফোসা দেশটির খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও খুচরা সরবরাহ শৃঙ্খল ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য দ্রুততম সময়ের মধ্যে জেনারেটর ও সৌর প্যানেল পেতে উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লোডশেডিং থেকে সুরক্ষা দিতে চান তিনি। যদিও চরম সংকটময় পরিস্থিতিতে এসব জরুরি স্থাপনায় বিদ্যুৎ কোথা থেকে সরবরাহ করা হবে, সেটা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়