নওয়াজের ভিডিও ফাঁস করলেন স্ত্রী

আগের সংবাদ

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া টার্গেট ৪০১

পরের সংবাদ

তাপমাত্রা বেড়ে আবার কমতে পারে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১:০৬ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১:০৮ অপরাহ্ণ

আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে আবার কমতে পারে। এত বাড়তে পারে শীতের তীব্রতা। আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা কমে শীত আবার বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিাস। অন্যদিকে একদিন আগে (শুক্রবার) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা কমতে পারে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়