×

সারাদেশ

বাকেরগঞ্জে রাজিয়া পারভীন স্মৃতি মেধাভিত্তিক বৃত্তি প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ পিএম

বাকেরগঞ্জে রাজিয়া পারভীন স্মৃতি মেধাভিত্তিক বৃত্তি প্রদান

ছবি: ভোরের কাগজ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মো. কাঞ্চন আলী মৃধা স্মৃতি পাঠাগার ও শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দীনের পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকালে শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে রাজিয়া পারভীন স্মৃতি মেধাভিত্তিক বৃত্তি প্রদান, কৃতি সন্তান সম্মাননা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক পটুয়াখালী মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মানদীপ গড়াই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম রেজা, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিয়ার রহমান বাদশা, ডেপুটি ফিনান্স কন্ট্রোলার (অব.) মো. নাসির উদ্দিন আহমেদ, কৃষিবিদ সমীর আহম্মেদ, বাকেরগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, আওয়ামী লীগ নেতা বাদশা নিজামি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র ছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া ও সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে ৮৬ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App