×

শিক্ষা

বই পড়ে দেখবেন, মিথ্যাচার বিশ্বাস করবেন না: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৪ পিএম

বই পড়ে দেখবেন, মিথ্যাচার বিশ্বাস করবেন না: শিক্ষামন্ত্রী

শুক্রবার চাঁদপুরের হাইমচরের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। ছবি: সংগৃহীত

ধর্মকে পবিত্র জিনিস হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এটি নিয়ে কেন মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ের মধ্যে কী আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কী বলে সেটি বিশ্বাস করবেন না।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাইমচরের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি, আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে দুটি বই নতুন তৈরি করে দেব। এ দুই শ্রেণির যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দেই এবং সম্মান করি।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক। কখনো এটাকে প্রশ্রয় দেবেন না। এটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনো দিন ইসলামবিরোধী কাজ হতে পারে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App