উত্তর সিরিয়ায় ত্রাণের অভাবে সঙ্কটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ

আগের সংবাদ

তুরস্ক-সিরিয়ার পাশে বিশ্ববাসী

পরের সংবাদ

খুলনাকে ১৭০ রানের টার্গেট বরিশালের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩ , ৯:২৩ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৩ , ৯:২৩ অপরাহ্ণ

বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল।

শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন বরিশালের আনামুল হক বিজয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৯ রান করে ফেরেন রিয়াদ। আরেক ওপেনার বিজয় করেন ২৯ বলে ২৮ রান। তিনে নেমে ১৪ রান করেন চতুরঙ্গ ডি সিলভা।

চারে ব্যাট হাতে নামতেই আক্রমণ চালায় সাকিব। তবে ২২ রানে ক্যাচ দিয়ে ফেরেন তারকা এই অলরাউন্ডার। এরপর প্রিটোরিয়াসকে নিয়ে জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ২১ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই আফগান ক্রিকেটার। প্রিটোরিয়াস থামেন ৪৮ রানে। এছাড়া করিম জানাত করেন ১৮ রান।

খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার নাসুম আহমেদ আর হাসান মুরাদ।

এদিকে একাদশে থাকলেও এদিন অধিনায়কের দায়িত্ব পালন করছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আসতে এই ম্যাচে জিততে হবে সাকিবদের।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়