×

খেলা

খুলনাকে ১৭০ রানের টার্গেট বরিশালের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

খুলনাকে ১৭০ রানের টার্গেট বরিশালের

ছবি: সংগৃহীত

বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল।

শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন বরিশালের আনামুল হক বিজয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৯ রান করে ফেরেন রিয়াদ। আরেক ওপেনার বিজয় করেন ২৯ বলে ২৮ রান। তিনে নেমে ১৪ রান করেন চতুরঙ্গ ডি সিলভা।

চারে ব্যাট হাতে নামতেই আক্রমণ চালায় সাকিব। তবে ২২ রানে ক্যাচ দিয়ে ফেরেন তারকা এই অলরাউন্ডার। এরপর প্রিটোরিয়াসকে নিয়ে জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ২১ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই আফগান ক্রিকেটার। প্রিটোরিয়াস থামেন ৪৮ রানে। এছাড়া করিম জানাত করেন ১৮ রান।

খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার নাসুম আহমেদ আর হাসান মুরাদ।

এদিকে একাদশে থাকলেও এদিন অধিনায়কের দায়িত্ব পালন করছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দায়িত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে আসতে এই ম্যাচে জিততে হবে সাকিবদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App