×

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টা পর ২ মাসের শিশু উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৫ এএম

৪৮ ঘণ্টা পর ২ মাসের শিশু উদ্ধার

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পর তুরস্কের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে দুই মাস বয়সি শিশু মুহাম্মদকে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দক্ষিণ তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান জেলায় ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি তার হাত চুষছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। উদ্ধার হওয়া মুহাম্মদ দোগান বোস্তানকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসাবশেষ থেকে বের করার সময় শিশু মুহাম্মদ তার হাত চুষছিল। শিশুটির মা সেরেন বোস্তানকেও এর কিছুক্ষণ আগে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।

তুরস্কের দুর্যোগ সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে ও দুপুরে ৭.৮ ও ৭.৬ মাত্রার দুটি ভূমিকম্প তুরস্কের ১০ প্রদেশে আঘাত হানে। এতে এক কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দুটি ভূমিকম্পে ১২ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬৪ হাজার মানুষ। ভেঙে পড়েছে ৬ হাজারের বেশি বাড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App