×

খেলা

চট্টগ্রামকে উড়িয়ে সেরা দুইয়ে রংপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৩ এএম

চট্টগ্রামকে উড়িয়ে সেরা দুইয়ে রংপুর

ছবি: সংগৃহীত

নিশ্চিত হয়ে গেছে প্লে-অফ। তবে সেরা দুইয়ে থাকতে পারলে ফাইনালে ওঠার দুটি সুযোগ পাওয়া যাবে। চার দলের তাই লক্ষ্য একটাই, সেরা দুইয়ে থাকার। এরই মধ্যে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের সেরা দুই নিশ্চিত হয়ে গেছে।

পয়েন্টের সঙ্গে রানরেটের লড়াইও চলবে বাকি তিন দলের মধ্যে। সেই লড়াইয়ে এগিয়ে থাকতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেট আর ৪ ওভার হাতে রেখে হারিয়ে রানরেটটা বাড়িয়ে নিয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৬ পয়েন্ট হলেও তারা রানরেটে এগিয়ে এখন দুইয়ে।

রংপুরের লক্ষ্য ছিল ১৩৩ রানের। টপঅর্ডারের সবাই ভালো করায় জয় পেতে একদমই কষ্ট হয়নি তাদের। নাইম শেখ ১২ বলে ২০, রনি তালুকদার ২৭ বলে ২৮, রহমানুল্লাহ গুরবাজ করেন ৩০ বলে ৪৬।

এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান ১৩ বলে ১৫ আর টম কোহলার-ক্যাডমোর ১৫ বলে ২০ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়েই মাঠ ছেড়েছেন।

এর আগে মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫৯ রানে ৫ উইকেট হারিয়েছিল চট্টগ্রাম। সেখান থেকে তৌফিক খান আর জিয়া মিলে দলকে টেনে তুলেছেন।

তৌফিক ২৬ বলে করেন ২৮ রান। জিয়াউর ২৫ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস।

শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী (২০ বলে অপরাজিত ১৭) আর বিজয়কান্ত বিশ্বকান্তের (১০ বলে ১১) ব্যাটে চড়ে কোনোমতে ৭ উইকেটে ১৩২ রান পর্যন্ত গেছে চট্টগ্রাম।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই রংপুরের বোলারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম। সুবিধা করতে পারেননি উসমান খান (২), ম্যাক্স ও'দাউদ (৯ বলে ১১), মেহেদি মারুফরা (৭ বলে ৪)। আফিফ হোসেন শুরুটা ভালো করলেও ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৫ করেই থেমে যান।

রংপুরের রাকিবুল হাসান আর হারিস রউফ নিয়েছেন দুটি করে উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App