ফরাসি লিগে পিএসজি’র ‘উত্থান’ আর মার্সেই-এর ‘পতন’ যেন একসঙ্গে লেখা। মার্সেই ২-১ গোলে হারিয়ে দিয়েছে লিওনেল মেসি-নেইমার জুনিয়রের পিএসজিকে। কিলিয়ান এমবাপ্পেহীন দলকে বিদায় করে ফরাসি লিগের এক সময়ের প্রভাবশালী মার্সেই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।
ম্যাচের ৩১ মিনিটে অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সের্গিও রামোস গোল করে দলকে স্বস্তির সমতা এনে দেন। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে মিলিনোস্কি গোল করে মার্সেইকে আবার লিডে তোলেন। যে গোল মেসি-নেইমাররা শোধ করতে পারেননি।
এমনকি ঘরের মাঠে পুরো ম্যাচে পিএসজির চেয়ে ভালো খেলেছে মার্সেই। ৪৪ শতাংশ বল পায়ে রাখলেও ইগর টুডোর দল গোল হওয়ার মতো আটটি ভালো শট নিয়েছিল। অন্যদিকে পিএসজি গোলে কেবল তিনটি শট নিতে পেরেছিল। ব্যর্থ আক্রমণেও এগিয়ে ছিল মার্সেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।