×

খেলা

হাথুরুর সহকারীর তালিকায় বিদেশিদের প্রাধান্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ পিএম

হাথুরুর সহকারীর তালিকায় বিদেশিদের প্রাধান্য

চন্ডিকা হাথুরুসিংহে

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তিন ফরম্যাটেই হেড কোচ হওয়ার পাশাপাশি তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। টাইগারদের কোচ হিসেবে অনেকটা সফল বলা যায় হাথুরুসিংহেকে। প্রধান কোচ নিয়োগ দিলেও এখনো সহকারী কোচ নিয়োগ দেয়নি বিসিবি। হাথুরুর সহকারী কে হবেন এ নিয়েও চলছে বিতর্ক। কেউ বলছেন সহকারী হিসেবে দেশি কোচদের কথা আবার বিসিবি সভাপতির পছন্দ বিদেশি কোচ।

এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে ছিলেন এই লঙ্কান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশের কেউ এমনটাই শোনা যাচ্ছিল। মোহাম্মদ সালাউদ্দীন, সোহেল ইসলামের কেউ একজন হতে পারেন সম্ভাব্য বিকল্প। তবে হাথুরুসিংহের সহকারী হিসেবে বিদেশি কোচ খুঁজছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গত পরশু গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথা জানান তিনি।

পাপন বলেন, ‘আসলে আমরা এখন পর্যন্ত যেটা করেছি, সেটা হচ্ছে আমরা আপাতত একজন বিদেশিকে সহকারী কোচ হিসেবে খুঁজছি। হেড কোচের সঙ্গে সহকারী কোচ থাকলে পরিকল্পনাসহ সব জায়গায় ভালো কিছু করা সম্ভব। এটা নিয়ে আমরা কথা বলছি। আশা করি, ইংল্যান্ড সিরিজের আগেই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব।’তবে বিসিবি স্থানীয় কোচদের কথাও বিবেচনায় রাখছে। এমন চিন্তা থেকে পাপন বলেন, ‘আমাদের আরেকটা পরিকল্পনা হচ্ছে যে দেশীয় কিছু কোচকে আমরা অ্যাপ্রোচ করব, যদি তারা আগ্রহী থাকে, যদি আমাদের কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত হয়, তাহলে সামনে কয়েক বছর পর এরাও দায়িত্ব নিতে পারে।’

খেলোয়াড় নির্বাচনের বিষয়ে পাপন বলেন, ‘এখন আমাদের যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে। আগে পরে নিয়ে কিছু না। হাথুরু আসার আগ পর্যন্ত যে নিয়মে চলছে, সে নিয়মেই চলবে। পরামর্শ তো সব সময়ই করা হয়। অধিনায়কদের সঙ্গেও কথা না বলে কোনো দল দেয়া হয় না। হাথুরুর ইনপুট এখন পাওয়ার সম্ভাবনা একটু কম। কারণ সে হয়তো সেভাবে খেলাগুলো দেখছে না। হয়তো সামনে খেলা দেখে সে প্রপোজ করবে। বেসিক্যালি এখানে যেটা হবে, সিলেক্টররা একটা দল তৈরি করে, তারপর অধিনায়কের সঙ্গে কথা বলে। কোচের সঙ্গেও কথা বলে। তাদের যদি কোনো পরামর্শ থাকে তখন তারা চেষ্টা করে সেটি ইনকরপোরেট করতে। একটা কি দুইটা প্লেয়ার হয়তো এদিক সেদিক হয়, বা চেঞ্জ হয়। এছাড়া কিছু না। তবে সেরা একাদশ অধিনায়কই করবে। ওখানে কারো কিছু করার নেই।’

তবে হাথুরুর সহকারী হিসেবে দেশি কাউকে চান স্থানীয়দের মধ্যে অন্যতম সফল কোচ নাজমুল আবেদীন ফাহিম। তার মতে সহকারী হিসেবে দেশি কেউ হলেই ভালো হয়। বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ করছেন ফাহিম। তিনি বলেন, ‘অবশ্যই দেশি কেউ সহকারী কোচ হতে পারে। কারণ দেশে যারা আছে তারাও খেলোয়াড়দের সম্পর্কে ভালোভাবে জানে। ফিডব্যাকটা ভালো দিতে পারে এবং একই সঙ্গে এই পরিবেশে কীভাবে কোচিং করাতে হয় সে সম্পর্কে ধারণা রাখে। এটা অবশ্যই ইতিবাচক।’

দেশি কোচদের মধ্যে বিপিএলে এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন আগেই না করে দিয়েছেন সহকারী কোচের দায়িত্ব নিবেন না তিনি। রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামও যোগ না দেয়ার পক্ষে। তবে টাইগারদের সহকারী হিসেবে রাজী ছিলেন রাজিন সালেহ। জাতীয় দলের সঙ্গে কাজ করতে চান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কোচ। তিনি বলেন, ‘আমার লক্ষ্য দুটি। এক, সিলেটের ক্রিকেট উন্নয়নে কার্যকর কিছু করা। আর দুই, জাতীয় দলের সঙ্গে কাজ করা। আমি জাতীয় দলের কোচিং স্টাফ হতে চাই। সহকারী কোচ বা ব্যাটিং কোচ হলে কথাই নেই। অন্তত ফিল্ডিং কোচের অফার পেলেও করতে রাজি।’

হাথুরুসিংহে ২০১৭ সালে দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন কোচ ছাড়াই ছিল টাইগাররা। এরপর বাংলাদেশের কোচ হয়ে আসেন রাসেল ডমিঙ্গো। তবে বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছর বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। মাঝখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের মেন্টর হিসেবে নিয়োগ দেয়া হয় শ্রীধরন শ্রীরামকে। এখন তিন ফরম্যাটেই হেড কোচ হয়েছেন হাথুরুসিংহে। হাথুরু যখন কোচ হয়ে আসেন তখন ক্রিকেটে খুবই খারাপ অবস্থানে ছিল টাইগাররা। তিনি দায়িত্ব নেয়ার পরেই বদলে দেন বাংলাদেশকে। শক্তিশালী পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেসহ টানা ছয়টি ওয়ানডে সিরিজ জেতে টাইগাররা। তবে হাথুরুর প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনাও ছিল। দল সফলতা পেলেও স্বেচ্ছাচারিতার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App