×

বিনোদন

ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৮ এএম

ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’

ছবি: সংগৃহীত

ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’

ছবি: সংগৃহীত

ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়া পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’। আগামী ১০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে বলে ‘জয়ল্যান্ড’ অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়েছে। সেখানে একটা পোস্টার শেয়ার করে জানানো হয় স্পেন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র ও পূর্ব ইউরোপে সিনেমাটির মুক্তির তারিখ।

জানা গেছে, ‘জয়ল্যান্ড’ পরিচালক সায়িম সাদিকের প্রথম ছবি। ছবির গল্প পুরুষতান্ত্রিক এক পরিবারের ছোট ছেলে হায়দারকে নিয়ে। একজনের বদলি হিসেবে সে ইরোটিক এক নাচের দলে যোগ দেয়। তারপরই শুরু হয় ঝামেলা। কারণ, এরপর এক তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি ভালোবাসা জন্মায় তার। ছবিটিতে অভিনয় করেছেন রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সানিয়া সাঈদ প্রমুখ।

অস্কারের চূড়ান্ত মনোনয়নের ভোট পর্বের স্ক্রিনিংয়ের সময় ‘জয়ল্যান্ড’ দেখে প্রশংসা করেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া ভারতীয় অনেক অভিনয়শিল্পীও প্রশংসা করেছিলেন সিনেমাটির। পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে গত বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেঁ রিগা বিভাগে মনোনয়ন পেয়েছিল। সিনেমাটি একই সঙ্গে কুইয়ার পাম ও জুরি পুরস্কার জিতেছিল। তবে ছবিটি অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিতে পারেনি সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App